চীনের স্মার্টফোন বাজারে বড় ধাক্কা খেয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটিতে আইফোন বিক্রির হার হ্রাস পেয়েছে প্রায় ১৯ শতাংশ। অন্যদিকে, শাওমি ও হুয়াওয়ের মতো স্থানীয় ব্র্যান্ডগুলো নিজেদের মার্কেট শেয়ার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।
বিশ্লেষকরা বলছেন, চীনা ব্যবহারকারীদের মধ্যে এখন দেশীয় প্রযুক্তি ব্র্যান্ডের প্রতি আগ্রহ বেড়েছে। স্থানীয় প্রযুক্তির উন্নয়ন, প্রতিযোগিতামূলক মূল্য এবং জাতীয়তাবাদী আবেগ—সব মিলিয়ে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো চাপে রয়েছে।
চীনে আইফোনের বিক্রি হ্রাস
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে চীনে আইফোন বিক্রি কমেছে ১৯.1 শতাংশ। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান IDC জানায়, চীনা বাজারে আইফোনের চাহিদা কমে যাওয়ার অন্যতম কারণ হলো উচ্চ মূল্য এবং প্রতিযোগী ব্র্যান্ডগুলোর উদ্ভাবনী ফিচার।
শাওমির উত্থান
অন্যদিকে শাওমি তাদের নতুন ফ্ল্যাগশিপ ও মিড-রেঞ্জ ফোনের মাধ্যমে বাজারে দারুণ সাড়া ফেলেছে। ব্র্যান্ডটি এই সময়কালে বিক্রি বাড়িয়েছে প্রায় ৭ শতাংশ। এছাড়াও হুয়াওয়ে ও ভিভো ভালো পারফরম্যান্স করেছে।
চীনা ব্র্যান্ডের প্রতি জাতীয়তাবাদী মনোভাব
বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন নিষেধাজ্ঞা এবং প্রযুক্তি যুদ্ধে চীনা জনগণের মাঝে দেশীয় পণ্যের প্রতি একটি নতুন ধরনের আস্থা তৈরি হয়েছে। এই আবেগও বিক্রি বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।