রাজধানীর ব্যস্ত সড়কে দেখা গেল অভিনব এক চিত্র। এখন আর ট্রাফিক পুলিশের হাত দেখিয়ে সিগনাল নয়, বরং পথচারীরা নিজেরাই ‘সুইচ’ চাপ দিয়ে গাড়ি থামিয়ে পার হচ্ছেন রাস্তা। আধুনিক প্রযুক্তিনির্ভর এ ‘পেডেস্ট্রিয়ান ক্রসিং সিস্টেম’ চালু হয়েছে পরীক্ষামূলকভাবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে গুলশান, বনানী ও মিরপুরের কয়েকটি পয়েন্টে এই স্মার্ট সিস্টেম বসানো হয়েছে। রাস্তার পাশে স্থাপন করা হয়েছে একটি বোতাম, যা চাপলেই নির্দিষ্ট সময়ের জন্য সবুজ সংকেত জ্বলে ওঠে পথচারীদের জন্য। অন্যদিকে যানবাহনের জন্য আসে লাল সংকেত।
আধুনিক শহরের ছোঁয়া:
প্রযুক্তিনির্ভর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। গুলশান ২ নম্বর সিগনালে পথচারী মারিয়া হক বলেন, ‘সিগনালে দাঁড়িয়ে থাকা আর গাড়ির মুখ চেয়ে থাকার দিন বুঝি শেষ হলো। এটা নিরাপদ ও সময় বাঁচায়।’
ডিএনসিসি বলছে:
এই উদ্যোগের পেছনে মূল লক্ষ্য পথচারীদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি। পরীক্ষামূলক এই প্রকল্প সফল হলে রাজধানীর আরও গুরুত্বপূর্ণ সড়কে এই স্মার্ট ক্রসিং চালু করা হবে।