গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির বিশ্বজুড়ে মাসিক সক্রিয় ব্যবহারকারী বেড়ে পৌঁছেছে ৩৫ কোটিতে। সম্প্রতি গুগলের চলমান অ্যান্টিট্রাস্ট মামলার শুনানিতে চলতি বছর মার্চ পর্যন্ত হালনাগাদ এ পরিসংখ্যান প্রকাশ পায়। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দি ইনফরমেশনের বরাতে এসব তথ্য জানিয়েছে টেকক্রাঞ্চ।
প্রতিবেদন অনুযায়ী, গুগলের এআই টুলগুলোর ব্যবহার গত এক বছরে ব্যাপকভাবে বেড়েছে। উদাহরণস্বরূপ, গত বছর অক্টোবরে জেমিনির দৈনিক ব্যবহারকারী ছিল ৯০ লাখ। পাঁচ মাসে তা বেড়ে ৩ কোটি ৫০ লাখ হয়েছে। তবে প্রযুক্তিবিদদের মতে, এখনো জেমিনি সবচেয়ে জনপ্রিয় এআই টুলগুলো থেকে পিছিয়ে রয়েছে।
কোম্পানি-সংশ্লিষ্ট সূত্র বলছে, গুগলের জেমিনি এআই প্লাটফর্মটি বর্তমানে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, মাইক্রোসফটের কোপাইলট ও মেটার থ্রেডসের মতো টুলগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় রয়েছে। বিশ্বব্যাপী এআই পরিষেবার চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে গুগলও তাদের প্রযুক্তি আরো উন্নত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এদিকে গুগলের তথ্যানুযায়ী, মার্চে চ্যাটজিপিটির মাসিক ব্যবহারকারী ছিল প্রায় ৬০ কোটি। অন্যদিকে মেটার সিইও মার্ক জাকারবার্গ সেপ্টেম্বরে জানিয়েছিলেন, ওই সময় মেটা এআইয়ের মাসিক ব্যবহারকারী ছিল প্রায় ৫০ কোটি।
গত এক বছরে গুগল স্যামসাং ফোন, গুগল ওয়ার্কস্পেস ও ক্রোমের মতো বিভিন্ন প্লাটফর্মের মাধ্যমে কোটি কোটি ব্যবহারকারীর কাছে জেমিনি পৌঁছানোর সুযোগ করে দিয়েছে।
এআই চ্যাটবট জেমিনির ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়তে থাকা গুগলের জন্য খুব একটা সুখকর সংবাদ নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। কারণ এটি গুগলের প্রযুক্তিগত সাফল্যকে প্রতিফলিত করে, যা কোম্পানির বিরুদ্ধে চলমান একচেটিয়া আধিপত্যের অভিযোগকে আরো জটিল করে তুলতে পারে।