ওপেনএআই ও পারপ্লেক্সিটির পর এবার গুগলের ওয়েব ব্রাউজার ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু। সার্চ ইঞ্জিনের বাজারের একচেটিয়া আধিপত্য ভাঙতে ক্রোম গুগলের হাতছাড়া হতে পারে এমন সংবাদ ছড়িয়ে পড়ার পর ইয়াহুর এক শীর্ষ কর্মকর্তা এ আগ্রহের কথা জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে।
প্রতিষ্ঠানটির সার্চ বিভাগের প্রধান ব্রায়ান প্রভোস্ট বলেন, ‘যদি গুগল ক্রোম বিক্রি করতে বাধ্য হয়, তাহলে আমরা ব্রাউজারটি কেনার জন্য প্রস্তাব দেব।’
তিনি জানান, ক্রোম কিনতে পারলে ইয়াহুর বাজার হিস্যা ৩ শতাংশ থেকে বেড়ে দুই অংকের ঘরে পৌঁছতে পারে।
সার্চ ইঞ্জিনের বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখার অভিযোগে মার্কিন বিচার বিভাগে (ডিওজে) বিচারাধীন রয়েছে গুগল। এ মামলার রায় যদি গুগলের বিপক্ষে যায়, তাহলে কোম্পানিটিকে তাদের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোম বিক্রি করতে হতে পারে। এমন সম্ভাবনার খবর ছড়িয়ে পড়তেই চলমান বিচার প্রক্রিয়ার সাক্ষ্য দিতে এসে ক্রোম কেনার আগ্রহ প্রকাশ করেছে ওপেনএআই, পারপ্লেক্সিটি ও ইয়াহু। প্রাইভেসি-নির্ভর সার্চ ইঞ্জিন ডাকডাকগোকেও সাক্ষ্য দিতে ডাকা হয়েছিল। তবে তারা জানিয়েছে যে ক্রোম কেনার মতো অর্থ তাদের নেই।
ব্রায়ান প্রভোস্ট বলছেন, ‘বর্তমানে ইন্টারনেটে প্রায় ৬০ শতাংশ সার্চ হয় ব্রাউজার থেকে, তাই একটি ওয়েব ব্রাউজার তাদের কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও ক্রোমের দাম বিলিয়ন বিলিয়ন ডলার হবে বলে মনে করছে ইয়াহু। তবে প্যারেন্ট প্রতিষ্ঠান অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট এ বড় বিনিয়োগে সহায়তা করতে পারে বলে বিশ্বাস প্রতিষ্ঠানটির।
উল্লেখ্য, যদি গুগলকে ক্রোম বিক্রি করতে হয়, তাহলে শুধু ব্রাউজার নয়, ক্রোমিয়াম নামের ওপেন-সোর্স প্লাটফর্মও তাদের ছাড়তে হতে পারে। এ প্লাটফর্ম ভিত্তি করে তৈরি হয়েছে মাইক্রোসফট এজ, মজিলা ফায়ারফক্স, অপেরার মতো অন্যান্য ব্রাউজারও।