২০২৫ সালে প্রযুক্তির দুনিয়ায় একের পর এক চমক এনেছে বিভিন্ন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। দামের বিচারে নয়, পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি এবং ইনোভেশন—সব মিলিয়ে গ্রাহক ও বিশেষজ্ঞদের রায়ে এই পাঁচটি ফোন পেয়েছে সর্বোচ্চ স্বীকৃতি।
১. আইফোন ১৭ প্রো ম্যাক্স
অ্যাপলের সর্বশেষ আইফোন ১৭ প্রো ম্যাক্স আবারও প্রমাণ করেছে কেন তারা প্রিমিয়াম সেগমেন্টে শীর্ষে। নতুন টাইটানিয়াম ফ্রেম, ৩ এনএম চিপসেট, উন্নত ক্যামেরা সিস্টেম এবং আরও পাতলা ডিজাইন এই ফোনকে অনন্য করেছে।
২. স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা
স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৫ আল্ট্রা দারুণ ক্যামেরা প্রযুক্তি ও এস পেন ইন্টিগ্রেশনের কারণে পেশাদার ও ক্রিয়েটিভ ব্যবহারকারীদের প্রথম পছন্দ। ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং এক্সিনস ২৫০০ চিপসেট ডিভাইসটিকে শক্তিশালী করেছে।
৩. গুগল পিক্সেল ৯ প্রো
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) ফিচার, দুর্দান্ত সফটওয়্যার অভিজ্ঞতা ও বাজারের সেরা ফটোগ্রাফি ক্ষমতার জন্য গুগল পিক্সেল ৯ প্রো ২০২৫ সালের অন্যতম আলোচিত ডিভাইস।
৪. ওয়ানপ্লাস ১৩ প্রো
পারফরম্যান্স ও দামের অনুপাত বিবেচনায় ওয়ানপ্লাস ১৩ প্রো এখনো ফ্ল্যাগশিপ কিলার। নতুন কুলিং সিস্টেম, হাই-রিফ্রেশ ডিসপ্লে এবং লাইটওয়েট বডি এই মডেলটিকে জনপ্রিয় করেছে।
৫. শাওমি ১৫ আল্ট্রা
শাওমি ১৫ আল্ট্রা উচ্চমানের ক্যামেরা, বিল্ট-ইন স্যাটেলাইট কানেক্টিভিটি ও দামে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি এটি ২০২৫ সালের অন্যতম সেরা ভ্যালু-ফর-মানি স্মার্টফোন।