চলতি মে মাসেই বাজারে আসতে পারে স্যামসাংয়ের বহুল প্রতীক্ষিত স্মার্টফোন গ্যালাক্সি এস২৫ এজ। পাতলা ও আকর্ষণীয় ডিজাইনের এই ফ্ল্যাগশিপ মডেলটি হতে চলেছে এখন পর্যন্ত এস সিরিজের সবচেয়ে ‘স্লিম’ ফোন।
কবে উন্মোচন?
গ্যালাক্সি এস২৫ এজ-এর সম্ভাব্য উন্মোচনের তারিখ নিয়ে প্রযুক্তি মহলে চলছে জোর আলোচনা। বিশ্বখ্যাত টিপস্টার ইভান ব্ল্যাস দাবি করেছেন, ফোনটি উন্মোচিত হবে ১৩ মে। সম্প্রতি তিনি এক্স (পুরনো টুইটার) অ্যাকাউন্টে একটি অভ্যন্তরীণ ডকুমেন্ট প্রকাশ করে এই তথ্য জানান।
তাঁর দেওয়া তথ্যমতে, ফোনটি ২৩ মে দক্ষিণ কোরিয়া ও চীনের বাজারে আসবে, আর ৩০ মে থেকে পাওয়া যাবে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের রিটেইল স্টোরে।
পোস্ট সরিয়ে নেওয়া, তাতেই রহস্য!
তবে আলোচিত সেই পোস্টটি পরে এক্স প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়। ধারণা করা হচ্ছে, স্যামসাং কর্তৃপক্ষের কপিরাইট অভিযোগের ভিত্তিতেই এটি মুছে দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এতে ব্ল্যাসের দেওয়া তথ্যের সত্যতা আরও জোরালো হয়। কারণ তথ্যটি ভুল হলে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ আসত না।
আপাতত অপেক্ষা…
সব মিলিয়ে ১৩ মে তারিখে গ্যালাক্সি এস২৫ এজ-এর উন্মোচনের সম্ভাবনা প্রবল হলেও, স্যামসাংয়ের আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত স্যামসাং আনপ্যাকড ইভেন্টে এস২৫ সিরিজের টিজার প্রকাশ করা হয়েছিল। সেদিনই উন্মোচিত হয় সিরিজের তিনটি মডেল— গ্যালাক্সি এস২৫ (বেজ), এস২৫ প্লাস এবং এস২৫ আলট্রা। তবে ‘এজ’ মডেলটি তখনো ছিল রহস্যে মোড়া।