অ্যান্ড্রয়েড চালিত স্যামসাং, শাওমি কিংবা ওয়ানপ্লাস ফোনে অনেক আগেই যুক্ত হয়েছে স্ক্রিন বন্ধ করার জন্য ডাবল-ট্যাপ ফিচার। তবে গুগলের নিজস্ব পিক্সেল ফোন ব্যবহারকারীরা এতদিন এ সুবিধা থেকে বঞ্চিতই ছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যান্ড্রয়েড ১৬-এর বিটা ভার্সনে প্রথমবারের মতো এই ফিচার দেখা গেছে। নতুন এই আপডেটে লক স্ক্রিনের ফাঁকা জায়গায় ডাবল-ট্যাপ করলেই স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে, যা আগে কেবল স্ক্রিন চালু করার ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল।
তবে গুগলের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে ফিচারটি কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
বিশ্লেষকদের মতে, ব্যাটারি সাশ্রয় ও দ্রুত স্ক্রিন কন্ট্রোলের ক্ষেত্রে এই ছোট্ট কিন্তু কার্যকর ফিচারটি পিক্সেল ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।