রাজধানীর জহির স্মার্ট টাওয়ারে অনুষ্ঠিত হলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড আয়োজিত “স্মার্ট নলেজ শেয়ারিং সেশন” শীর্ষক কর্মশালা। “Let’s Learn & Grow Together” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে স্মার্ট ব্র্যান্ডের ল্যাপটপ ও অল-ইন-ওয়ান পিসির বাজার সম্ভাবনা, প্রযুক্তিগত দিক, গ্রাহক প্রতিক্রিয়া এবং কর্পোরেট মার্কেটিং কৌশল নিয়ে বিশদ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মুস্তাফা সুজন, হেড অব কর্পোরেট সেলস মো. শাহেদ ইকবাল, হেড অব কর্পোরেট টেন্ডার আনোয়ার হোসেন এবং প্রোডাক্ট লিড (স্মার্ট ল্যাপটপ ও ব্র্যান্ড পিসি) আরিফিন খান।
কর্মশালায় কর্পোরেট টিমের সদস্যরা সরাসরি মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনায় উঠে আসে কর্পোরেট মার্কেটের বিক্রয় চ্যালেঞ্জ, সম্ভাব্য সমাধান এবং গ্রাহক ফিডব্যাকের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা।
আয়োজকরা জানান, এ ধরনের জ্ঞান বিনিময় সেশন নিয়মিত আয়োজনের মাধ্যমে বিক্রয় দক্ষতা বৃদ্ধি, পণ্যের উন্নয়ন এবং কর্পোরেট মার্কেটে স্মার্ট ব্র্যান্ডের অবস্থান আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।