চীনা স্মার্টফোন ব্র্যান্ড Vivo ভারতের বাজারে লঞ্চ করেছে তাদের নতুন শক্তিশালী ব্যাটারির ফোন Vivo T4 5G। এই ফোনে রয়েছে বিশাল ৭৩০০ mAh ব্যাটারি, যা ৯০ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে।
এছাড়াও এতে রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং ফিচারও রয়েছে, যা একে আলাদা করে তুলেছে অন্যদের থেকে।
Vivo T4 5G এর প্রধান স্পেসিফিকেশন:
-
৭৩০০ mAh ব্যাটারি, ৯০W ফ্ল্যাশ চার্জ
-
কোয়াড কার্ভড অ্যামোলিড ডিসপ্লে
-
৫০ মেগাপিক্সেল রেয়ার + ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
-
১২ জিবি পর্যন্ত র্যাম
-
২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ
-
ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট ডিজাইন
ক্যামেরা ও ডিসপ্লে
ফোনটিতে আছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের, সঙ্গে উন্নত ছবি তোলার প্রযুক্তি। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের হাই-রেজ ক্যামেরা, যা সেলফি ও ভিডিও কলে চমৎকার পারফরম্যান্স দেবে।
কত দামে পাওয়া যাবে Vivo T4 5G?
ভারতের বাজারে ফোনটির দাম শুরু হচ্ছে ২১,৯৯৯ রুপি থেকে।
-
🟩 ৮GB+128GB – ₹২১,৯৯৯
-
🟨 ৮GB+256GB – ₹২৩,৯৯৯
-
🟦 ১২GB+256GB – ₹২৫,৯৯৯
রঙের অপশন:
-
Emerald Blaze (সবুজ-কালো ঝলমলে ফিনিশ)
-
Phantom Grey (আধুনিক ধূসর টোন)
কে কেন কিনবে Vivo T4 5G?
এই ফোন মূলত তাদের জন্য যাঁরা চায়:
-
বিশাল ব্যাটারি ব্যাকআপ
-
দ্রুত চার্জিং
-
গেমিং ও হেভি ইউজে স্মুথ পারফরম্যান্স
-
শক্তিশালী ক্যামেরা ও স্টাইলিশ ডিজাইন