মেক্সিকোর উপসাগরের নাম পরিবর্তন করে যুক্তরাষ্ট্রে ‘গালফ অব আমেরিকা’ দেখানোর কারণে গুগলের বিরুদ্ধে মামলা করেছে মেক্সিকো সরকার। প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম এক সংবাদ সম্মেলনে জানান, মামলা ইতোমধ্যেই দায়ের করা হয়েছে, যদিও কোথায় ও কখন তা দায়ের হয়েছে—সে তথ্য তিনি জানাননি। খবর এনগ্যাজেট।
তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের আদেশ শুধুমাত্র যুক্তরাষ্ট্র অংশের জন্য প্রযোজ্য, সমগ্র উপসাগরের জন্য নয়। আমরা শুধু চাই, যুক্তরাষ্ট্র সরকারের ঘোষণাটি যথাযথভাবে প্রয়োগ হোক।”
গুগল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে ম্যাপে এই নাম পরিবর্তন করে এবং জানায়, এটি শুধু স্থানীয় নামের প্রতি সম্মান জানিয়ে করা হয়েছে। মেক্সিকো এখনও এটিকে ‘গালফ অব মেক্সিকো’ বলেই উল্লেখ করছে, এবং অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্য এটি দেখা যাচ্ছে “গালফ অব মেক্সিকো (গালফ অব আমেরিকা)” হিসেবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নাম পরিবর্তনের ঘোষণার পর মেক্সিকো সরকার গুগলকে অনুরোধ করেছিল সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য এবং পরে আইনি পদক্ষেপের হুমকি দেয়।