মাইক্রোসফট (Microsoft) আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই করা হবে বলে জানিয়েছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট।
কোম্পানিটি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)–তে ব্যাপক বিনিয়োগ এবং খরচ কমানোর কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কী বলছে মাইক্রোসফট?
গত মঙ্গলবার (১৩ মে) মাইক্রোসফটের এক বিবৃতিতে জানানো হয়,“আমরা আমাদের ব্যবসায়িক অগ্রাধিকার ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি কৌশলগত পরিবর্তন আনছি। এর ফলে গ্লোবাল স্কেলের প্রায় ৩ শতাংশ কর্মী প্রভাবিত হবেন।”
এই ছাঁটাই কার্যক্রম সব স্তর ও অঞ্চলজুড়ে (All levels and regions) বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।
এটি ২০২৩ সালের পর সবচেয়ে বড় ছাঁটাই
এর আগে, ২০২৩ সালে মাইক্রোসফট একসঙ্গে ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল। প্রযুক্তি খাতের মন্দা এবং কস্ট-কাটিং নীতির অংশ হিসেবেই সেই সিদ্ধান্ত এসেছিল। এবার এআই-ভিত্তিক রূপান্তরের জন্য একই ধরণের পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি।
AI খাতে জোর, অন্য খাতে ছাঁটাই
বিশ্লেষকরা বলছেন, এআই এখন মাইক্রোসফটের মূল ফোকাস।OpenAI–এর সঙ্গে অংশীদারিত্ব, Copilot AI, এবং Azure AI প্ল্যাটফর্মে বিনিয়োগ—এসব খাতে বাজেট বাড়ানো হয়েছে। অন্যদিকে, সাধারণ অপারেশন, বিক্রয়, সাপোর্ট ও রেগুলার প্রোডাক্ট ইউনিটে খরচ কমানো হচ্ছে।
Google-ও একই পথে
শুধু মাইক্রোসফট নয়, গুগল (Google), মেটা (Meta), অ্যামাজন (Amazon)–এর মতো টেক জায়ান্টরাও এআই–কেন্দ্রিক রূপান্তর শুরু করেছে। এর ফলে অন্যান্য বিভাগে কর্মী ছাঁটাই এখন একটি সাধারণ চিত্র হয়ে উঠছে।