ঈদ উৎসব সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হলো ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন–২২-এর ‘আবারো মিলিয়নিয়ার’ শিরোনামের ব্র্যান্ডিং কার্যক্রম। একই সঙ্গে দেশজুড়ে ওয়ালটনের ৭০০টির বেশি প্লাজায় আয়োজন করা হয় ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং বর্ণাঢ্য আনন্দ র্যালি।
বৃহস্পতিবার সকালে খুলনা নগরের গ্র্যান্ড প্লাসিড হোটেল প্রাঙ্গণ থেকে এক আনন্দ র্যালির সূচনা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে র্যালি ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
র্যালিতে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, অভিনেতা আমিন খান, অর্ধশতাধিক ক্ষুদে ক্রিকেটার এবং ওয়ালটনের বিভিন্ন কর্মকর্তা ও পরিবেশকেরা অংশ নেন। র্যালিটি শিববাড়ী মোড় ঘুরে আবার হোটেল প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ আমরা দেশের প্রতিটি ক্রেতার মাঝে ছড়িয়ে দিতে চাই। এই ক্যাম্পেইনের মাধ্যমে অনেকেই এরই মধ্যে হয়েছেন মিলিয়নিয়ার, লাখপতি। কেউ পেয়েছেন আকর্ষণীয় পুরস্কার।’ তিনি আরও জানান, ‘ডিজিটাল ক্যাম্পেইনের এই বার্তা ছড়িয়ে দিতে সারাদেশে একযোগে আয়োজন করা হয়েছে র্যালি।’
একইসঙ্গে সারা দেশে ৭০০–এর বেশি ওয়ালটন প্লাজায় দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা চালু করা হয়। যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ক্রেতা ও সাধারণ মানুষের স্বাস্থ্যপরীক্ষা করেছেন।
ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান জানান, প্রতিষ্ঠানটি শুধু পণ্য বিক্রি নয়, ‘কিস্তি ক্রেতা সুরক্ষা পলিসি’র মতো উদ্যোগের মাধ্যমে ক্রেতাদের পাশে থাকার প্রতিশ্রুতি রক্ষা করছে।
র্যালি শেষে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘দেশে তৈরি পণ্যের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। এতে যেমন অর্থনীতি মজবুত হবে, তেমনি কর্মসংস্থান বাড়বে। ওয়ালটন আমাদের জাতীয় গর্ব, তাদের পণ্য এখন বিশ্বের অনেক দেশে রপ্তানি হচ্ছে।’
ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন অনুযায়ী, যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি সিলিং ফ্যান কিনে ক্রেতারা ১০ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন। রয়েছে নিশ্চিত পুরস্কার ও লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারও।
ঈদ উপলক্ষে ওয়ালটন বাজারে এনেছে আইওটি ও এআই প্রযুক্তিসম্পন্ন সাতটি নতুন মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার।