“আপনার ডিভাইসে ভাইরাস রয়েছে, এটি ঠিক করতে সফটওয়্যার ডাউনলোড করুন”— এমন বার্তা ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য নতুন নয়। কিন্তু এসব পপ-আপ আদতে স্ক্যাম বা অনলাইন প্রতারণার ফাঁদ। এবার এই ধরনের প্রযুক্তিনির্ভর প্রতারণা ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করছে গুগল। খবর সিএনএনের।
গুগল ক্রোমে এআই প্রযুক্তি ‘জেমিনি’র আগমন
গত সপ্তাহে গুগল জানায়, তাদের নিজস্ব এআই মডেল ‘Gemini’ এখন থেকে Chrome ব্রাউজার, Google Search এবং Android অপারেটিং সিস্টেম–এ স্ক্যাম প্রতিরোধে কাজ করবে।
এই এআই মডেল ব্যবহারকারীর ডিভাইসেই স্ক্যাম সনাক্ত করে সতর্কবার্তা পাঠায়।
গুগলের সিনিয়র ইঞ্জিনিয়ার ফিরোজ পারাখ বলেন—“স্ক্যামের বিরুদ্ধে লড়াইটা একটা বিবর্তনের খেলা। যেমন প্রযুক্তি উন্নত হচ্ছে, স্ক্যামাররাও তাদের কৌশল পাল্টাচ্ছে। এখন দুপক্ষের হাতেই এআই নামের অস্ত্র এসেছে।”
কীভাবে কাজ করে গুগলের নতুন স্ক্যাম-প্রতিরোধ প্রযুক্তি?
-
এআই মডেল জেমিনি ওয়েবসাইট স্ক্যান করে বুঝে ফেলে এটি স্ক্যামি কিনা।
-
স্ক্যামাররা সাধারণত ওয়েব স্ক্যানারের কাছে একরকম এবং ব্যবহারকারীর কাছে অন্যরকম কনটেন্ট দেখায়। এই পদ্ধতিকে বলে “ক্লোকিং”। জেমিনি এই কৌশল ধরতে সক্ষম।
-
Chrome Enhanced Protection মোড চালু করে ব্যবহারকারীরা আরও সুরক্ষিত ব্রাউজিং উপভোগ করতে পারবেন।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বাড়তি সুরক্ষা
যদি কেউ সন্দেহজনক কোনো ওয়েবসাইট থেকে নোটিফিকেশন সাবস্ক্রাইব করে থাকেন, গুগলের AI সিস্টেম সেটিকে শনাক্ত করে—
-
ব্যবহারকারীকে সতর্ক করে
-
সহজে আনসাবস্ক্রাইব করার অপশন দেয়
-
ভবিষ্যতে ঐ স্ক্যামি সাইটগুলোকে ব্লক করে
গুগল দাবি করেছে, গত তিন বছরে AI ব্যবহারের মাধ্যমে তারা ২০ গুণ বেশি স্ক্যাম পেজ ব্লক করতে পেরেছে।
স্ক্যামের অর্থনৈতিক ক্ষতি কতটা ভয়াবহ?
গ্লোবাল অ্যান্টি-স্ক্যাম অ্যালায়েন্স (GASA) এর তথ্য অনুযায়ী: ২০২৩ সালে বিশ্বজুড়ে স্ক্যামের কারণে প্রায় ১ ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এই বিপুল ক্ষতির হাত থেকে রক্ষা পেতেই গুগলসহ বিশ্বের অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান এআই নির্ভর সমাধানের দিকে ঝুঁকছে।
গুগল ছাড়া কারা এআই দিয়ে স্ক্যাম রুখছে?
প্রতিষ্ঠান | এআই ব্যবহার পদ্ধতি |
---|---|
ওটু (O2), ব্রিটেন | AI চ্যাটবট ‘ডেইজি’ দিয়ে স্ক্যাম রেসপন্স |
মাইক্রোসফট | কল বিশ্লেষণে স্ক্যাম শনাক্তকরণ |
যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট | ২০২৪ সালে এআই দিয়ে $১ বিলিয়ন মূল্যের চেক জালিয়াতি শনাক্ত |
-
অজানা ওয়েবসাইট বা সফটওয়্যারে ক্লিক করবেন না
-
Chrome-এর Enhanced Protection মোড চালু রাখুন
-
পপ-আপ সতর্কতা এলে সতর্ক হোন, যাচাই না করে ডাউনলোড করবেন না
-
অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপডেট রাখুন