নিজেদের তৈরি উন্নত মোবাইল চিপ আনছে চীনা স্মার্টফোন ও ইভি নির্মাতা শাওমি। কোম্পানিটি সম্প্রতি জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে বাজারে আসছে শাওমির প্রথম নিজস্ব মোবাইল চিপ এক্সরিং০১ (Xring01)। উচ্চমানের ডিভাইসগুলোয় চীনা প্রতিষ্ঠানটি আরো বেশি নিজস্ব প্রযুক্তি ব্যবহার করতে চাইছে। তবে শাওমির সিইও লেই জুন সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এসব তথ্য জানালেও, চিপ নিয়ে বিস্তারিত কিছু বলেননি। খবর রয়টার্স।
সূত্রের তথ্যানুযায়ী, শাওমি ভবিষ্যতে নিজেদের প্রিমিয়াম স্মার্টফোন ও ট্যাবলেটসহ উচ্চমানের ইলেকট্রনিক পণ্যে নতুন চিপটি ব্যবহার করার পরিকল্পনা করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
চলতি বছরের শুরুতে বাজারে আসে শাওমির সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন শাওমি ১৫ আলট্রা। এর বেজ মডেলের দাম ৬ হাজার ৪৯৯ ইউয়ান (বাংলাদেশী মুদ্রায় ১ লাখ টাকার বেশি)। ফোনটিতে ব্যবহার হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট, প্রসেসর, যা উন্নত গ্র্যাফিকস ও গেমিংয়ের জন্য জনপ্রিয়।