বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটরা ইউরোপের অন্যতম আধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন উড়িয়েছেন। সাম্প্রতিক একটি প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচির অংশ হিসেবে তারা ইতালির এই যুদ্ধবিমান ওড়ানোর সুযোগ পান। এতে প্রমাণিত হলো— বাংলাদেশি পাইলটরা বিশ্বমানের জটিল যুদ্ধবিমান পরিচালনার সক্ষমতা অর্জন করছেন।
জানা গেছে, ইউরোফাইটার টাইফুন হচ্ছে চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট জেট, যা ইউরোপের চারটি দেশের (যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেন) যৌথ উদ্যোগে তৈরি। এটি সুপারসনিক গতিতে উড়তে পারে, উন্নত রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবহার করে শত্রুর প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম।
বাংলাদেশি পাইলটদের এই ওড়ানো ছিল মূলত পরিচিতিমূলক ফ্লাইট। তারা ফ্লাইট সিমুলেশন, গ্রাউন্ড ব্রিফিং এবং বাস্তব আকাশে পরীক্ষামূলক ওড়ান— সবকিছুতেই অংশ নেন। এর মাধ্যমে তারা যুদ্ধবিমানটির গতি, অস্ত্র বহন ক্ষমতা, রাডার জ্যামিং, ইলেকট্রনিক কাউন্টারমেজারসহ অত্যাধুনিক ফিচার হাতে-কলমে শেখার সুযোগ পান।
এই অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। ইউরোফাইটার টাইফুন বর্তমানে ৯টি দেশের বিমান বাহিনীতে ব্যবহৃত হচ্ছে এবং এটি বাংলাদেশ বিমান বাহিনীর সম্ভাব্য আধুনিকায়ন প্রকল্পেও আলোচনায় রয়েছে।
এ বিষয়ে এক প্রতিরক্ষা কর্মকর্তার ভাষ্য, “যদিও এখনো সরকার ইউরোফাইটার কিনছে না, তবে এই ফ্লাইট প্রোগ্রাম আমাদের পাইলটদের জ্ঞানের পরিধি বাড়িয়েছে এবং ভবিষ্যৎ কেনাকাটার সম্ভাব্যতার মূল্যায়নে সাহায্য করবে।”
বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আধুনিকায়নের যে প্রয়াস চলছে, এটি সেই ধারারই একটি অংশ। এর মাধ্যমে শুধু প্রযুক্তি নয়, বৈশ্বিক অংশীদারিত্ব, সামরিক কূটনীতি এবং প্রশিক্ষণ দক্ষতাও বৃদ্ধি পাচ্ছে।