চ্যাটজিপিটি রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, ভার্সিটির অ্যাসাইনমেন্ট, রিপোর্টের সব ধরনের তথ্য পাবেন এ চ্যাটবটে। এমনকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবট আপনার রিপোর্ট-প্রেজেন্টেশন তৈরি করে দেবে মুহূর্তেই। অনেকেই এখন চ্যাটজিপিটিকেই রিসার্চ অপশন বানিয়ে নিয়েছেন।
পড়াশুনা থেকে গল্প করা সব কিছুই করছেন সঙ্গী চ্যাটজিপিটির সঙ্গে। তবে চ্যাটজিপিটিতে যারা ডিপ রিসার্চ ফিচার ব্যবহার করেন, এ বার তারা রিসার্চের ফলাফল পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবেন।
এই ডিপ রিসার্চ ফিচারের মাধ্যমে কোনো ব্যক্তি জটিল কোনো বিষয় সংক্রান্ত তথ্য এক জায়গায় গোছানো অবস্থায় দ্রুত পেতে পারেন। অর্থাৎ, ধরুন আপনি চ্যাটজিপিটিকে কোনো কিছু সম্পর্কে জানাতে বললে সে সেটি বিভিন্ন ওয়েবসাইট বা প্রতিবেদন ঘেঁটে আপনার জন্য একটি প্রতিবেদন তৈরি করে দেয়। একেই মূলত বলা হয় ডিপ রিসার্চ।
তবে এতদিন এই রিসার্চ রিপোর্ট চ্যাটজিপিটি তৈরি করার পরে সেটা অথবা তার একটি অংশ কপি করা যেত। কিন্তু টেক্সট কপি করে ওয়ার্ড ফাইলে ফেললেই ফরম্যাটে সমস্যা তৈরি হতো। এই সমস্যা এড়াতেই নতুন ফিচার এনেছে চ্যাটজিপিটি।
এখন এআইয়ের তৈরি করা রিপোর্টের গঠন বজায় রেখেই পিডিএফ ফাইল তৈরি করে ডাউনলোড করা যাবে। এর ফলে ওই রিপোর্ট প্রিন্ট করতে বা অফলাইন পদ্ধতিতে ব্যবহার করতে সুবিধা হবে।
ডিপ রিসার্চ ফিচার ব্যবহার করার পরে, রিপোর্ট তৈরি হওয়ার পরে পিডিএফ হিসেবে এক্সপোর্ট করার একটি অপশন পাওয়া যাবে। সেটির মাধ্যমে ফরম্যাটে বদল না করেই ওই রিপোর্ট শেয়ার করা যাবে। এজন্য-
>> ডিপ রিসার্চ রিপোর্টের উপরে ডানদিকের একটি কোণায় শেয়ার আইকন ক্লিক করতে হবে।
>> ডাউনলোড অ্যাস পিডিএস অপশন মেনু থেকে বেছে নিন।
>> এরপরে নিজের ডিভাইসে ওই ফাইল সেভ করে নিন।