কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মানবসম্পদের কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন দেশের শীর্ষ মানবসম্পদ (এইচআর) বিশেষজ্ঞরা। রাজধানীর বেগম রোকেয়া সরণির স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে তাঁরা বলেন, “মানবিক নেতৃত্ব এবং প্রযুক্তির ভারসাম্যই আগামী কর্মদুনিয়ার চাবিকাঠি।”
আন্তর্জাতিক এইচআর ডে ২০২৫ উপলক্ষে আয়োজিত সেমিনারের শিরোনাম ছিল ‘হিউম্যানিফাই এআই: লিডিং চেঞ্জ টুগেদার’। আয়োজন করে এইচআর ক্লাব বাংলাদেশ এবং পৃষ্ঠপোষকতায় ছিল স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
বক্তাদের বক্তব্য: সেমিনারে স্মার্ট টেকনোলজিস-এর হেড অব এইচআর চৌধুরী গোলাম নুর-এ-সানি–এর সঞ্চালনায় বক্তব্য রাখেন—
-
মোহাম্মদ জহিরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর, স্মার্ট টেকনোলজিস
-
দিলরুবা শারমিন খান, এইচআর ডিরেক্টর, আকিজ বশির গ্রুপ
-
কেএম আলি, সাবেক সিইও, পারটেক্স গ্রুপ
-
জিয়া উদ্দিন মাহমুদ, গ্রুপ সিওও, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ
-
নাজমুন রহিম, ডিএমডি, ব্র্যাক ব্যাংক
-
ফারা নেওয়াজ, সিনিয়র ম্যানেজার (এইচআর), হুয়াওয়ে সাউথ এশিয়া
-
গোলাম সামদানি ডন, সিইও, ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসাল্টেন্সি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচআর ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট মো. নজরুল ইসলাম, যিনি এবি ব্যাংকের প্রধান মানবসম্পদ কর্মকর্তা।
মূল আলোচনা:
বক্তারা বলেন, কর্মক্ষেত্রে এআই প্রযুক্তি ব্যবহারে দক্ষতার পাশাপাশি মানবিক নেতৃত্ব ও সহমর্মিতার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। কর্মীদের দক্ষতা বাড়ানো, রিস্ক ম্যানেজমেন্ট এবং সংবেদনশীল এইচআর সিদ্ধান্তে মানুষের ভূমিকা কখনোই এআই দিয়ে পুরোপুরি প্রতিস্থাপনযোগ্য নয়।