অনেকদিন আগেই স্মার্টফোনের বাজারে এসেছে স্যামসাং, শাওমি, ওয়ানপ্লাসের ভাঁজ করা ফোন। অল্পদিনেই বেশ জনপ্রিয়তা পেয়েছে ফোল্ডেবল বা ভাঁজ করা ফোনগুলো। এবার জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা সংস্থা মটোরোলা নতুন একটি ফোল্ডেবল ফোন আনলো বাজারে।
এর আগে বেশ কয়েকটি মডেলের ফোল্ডেবল ফোন এনেছে সংস্থাটি। মোটোরোলা রেজর সিরিজের নতুন ফোল্ডেবল ফোন আনলো এবার। মোটোরোলা রেজর ৬০ আলট্রা ফোন ফোল্ড করার পর ঝিনুকের মতো দেখতে লাগে। তাই একে বলা হচ্ছে ক্ল্যামশেল ফোল্ডেবল ফোন।
মোটোরোলা রেজর ৬০ আলট্রা ফোন ফোল্ড থাকা অবস্থায় মাত্র ৪ ইঞ্চির, অর্থাৎ এর কভার ডিসপ্লে ৪ ইঞ্চির। আর ইনার ডিসপ্লের আয়রন ৭ ইঞ্চির। অর্থাৎ ফোল্ড খোলা অবস্থায় মোটোরোলা রেজর ৬০ আলট্রা ফোনের ডিসপ্লের ৭ ইঞ্চির। ফোনের ডিসপ্লের উপর সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস সেরামিক প্রোটেকশন লেয়ার রয়েছে। এই ফিচার ইনার ডিসপ্লের উপর দেখা যাবে।
মটোরোলা রেজর ৬০ আলট্রা ফোনটিতে দুটো ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের ইনার সেলফি ক্যামেরা সেনসর।
একটি মটো এআই কি রয়েছে এই ফোল্ডেবল ফোনে, যা ডিভাইসের বাঁদিকের সাইডের অংশে রয়েছে। এই বাটনের সাহায্যে যাবতীয় এআই ফিচারের নাগাল পাওয়া যাবে মোটোরোলা রেজর ৬০ আলট্রা ফোনে। কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ এলট চিপসেট রয়েছে এই ফোনে। এর সঙ্গে যুক্ত রয়েছে ১৬ জিবি র্যাম।
মোটোরোলা সংস্থা তাদের রেজর সিরিজের এই ফোল্ডেবল রেঞ্জের ফোনে যোগ করেছে ৪৭০০ এমএএইচ ব্যাটারি। ওয়্যারড এবং ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে মোটোরোলা রেজর ৬০ আলট্রা ফোনে। অর্থাৎ দ্রুত চার্জিং হবে ফোনে। কম সময়ে অনেকটা চার্জ হয়ে যাবে ব্যাটারিতে।
এছাড়া এই ফোনে রিভার্স চার্জিং ফিচারের সাপোর্টও রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ফেস আনলক ফিচার রয়েছে এই ফোনে। তিনটি রঙে লঞ্চ হয়েছে ফোনটি। এর সঙ্গে ফোনের ব্যাক প্যানেলে পাওয়া যাবে উড, ভেগান লেদার এবং আলকানতারা ফিনিশ। মোটোরোলা রেজর ৬০ আলট্রা ফোনের ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ভারতে ৯৯ হাজার ৯৯৯ রুপি।