ক্তরাষ্ট্রের রফতানি বিধিনিষেধের কারণে চীনের বাজারে একটি নতুন ও অপেক্ষাকৃত সস্তা এআই চিপ আনতে যাচ্ছে এনভিডিয়া। কোম্পানি-সংশ্লিষ্ট কয়েকটি সূত্র সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে। নতুন ব্ল্যাকওয়েল আর্কিটেকচার-ভিত্তিক (নকশা বা ডিজাইন পদ্ধতি) চিপটির দাম হবে আনুমানিক ৬ হাজার ৫০০ থেকে ৮ হাজার ডলার। অন্যদিকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত আগের এইচ২০ মডেলের দাম ছিল ১০-১২ হাজার ডলার।