বাংলাদেশিদের জন্য ড্রোন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে চীন। আগ্রহীদের আবেদনের আহ্বান জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। প্রশিক্ষণে নিবন্ধনের জন্য আগামী ১ জুনের মধ্যে এই ইমেইল ঠিকানায় আবেদন করা যাবে।
মঙ্গলবার (২৭ মে) চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই ধাপে এই প্রশিক্ষণের প্রথম পর্যায়ে ড্রোন তৈরির পারফরম্যান্সের জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান এবং প্রোগ্রামিং দক্ষতা নিয়ে ১-২ সপ্তাহের একটি কোর্স থাকছে। আর দ্বিতীয় পর্যায়ে থাকছে ক্রোস্টারসের মালিকানাধীন ড্রোন মডেলগুলির জন্য বিশেষভাবে প্রোগ্রামিংয়ের উপর আরো ১-২ সপ্তাহের উন্নত কোর্স।
প্রতিটি পর্যায়ের সঠিক সময়কাল অংশগ্রহণকারীদের বিদ্যমান কম্পিউটার সাক্ষরতা এবং প্রোগ্রামিং অভিজ্ঞতার ওপর নির্ভর করবে ।
দূতাবাস সূত্রে প্রকাশ, গত ১৪ এপ্রিল বাংলাদেশের জাতীয় সংসদে একটি চীনা দলের দ্বারা পরিচালিত একটি ড্রোন প্রদর্শনী সফলভাবে অনুষ্ঠিত হয়। সংস্কৃতি ও প্রযুক্তির এই উদ্ভাবনী মিশ্রণ ছিল বাংলা নববর্ষ এবং চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উভয়েরই একটি প্রাণবন্ত উদযাপন।
চীনা দূতাবাস এবং বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের ক্রোস্টারস ইনোভেশন কালচার অ্যান্ড ট্যুরিজম টেকনোলজি গ্রুপ বাংলাদেশি কারিগরি কর্মীদের জন্য একটি বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচি প্রদান করবে। প্রশিক্ষণটি ইংরেজিতে পরিচালিত হবে। আগামী জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সাংহাইতে অনুষ্ঠিত হবে।