কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ঘিরে কার্যক্রম বাড়ছে। সব ধরনের ভোক্তা ডিভাইসে এখন এআই যুক্ত করার প্রবণতা চালু হয়েছে। যে কারণে এ প্রযুক্তি ঘিরে বাড়ছে পেটেন্টের সংখ্যা। সবচেয়ে বেশি এআই সংশ্লিষ্ট পেটেন্ট রয়েছে এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং। এর আগে রয়েছে মার্কিন সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট এবং ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম)। গত শুক্রবার জার্মানিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইপিলিকস প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এআই বিষয়ে মাইক্রোসফটের পেটেন্ট সংখ্যা ১৮ হাজার ৩৬৩ এবং আইবিএমের পেটেন্ট সংখ্যা ১৫ হাজার ৪৬-এ পৌঁছেছে। ১১ হাজার ২৪৩টি এআই পেটেন্ট নিয়ে তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে স্যামসাং।
কৃত্রিম বুদ্ধিমত্তা পেটেন্ট রয়েছে এমন শীর্ষ ১০ প্রতিষ্ঠানের পাঁচটিই যুক্তরাষ্ট্রভিত্তিক। জাপানের রয়েছে দুটি প্রতিষ্ঠান এবং দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস ও জার্মানির রয়েছে যথাক্রমে একটি করে।
আইপিলিকসের প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সালে বিশ্বব্যাপী এআই পেটেন্টের সংখ্যা ছিল ২২ হাজার ৯১৩, যা গত বছর শেষে ৭৮ হাজার ৮৫টিতে পৌঁছেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে সব খাতে অত্যাবশ্যকীয় প্রযুক্তি হয়ে উঠবে। এমন ধারণা থেকে এ প্রযুক্তি সংশ্লিষ্ট পেটেন্ট বাড়াচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান।
বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষ অবস্থানে রয়েছে স্যামসাং। বৈশ্বিক মেমোরি চিপ বাজারেও দৃঢ় অবস্থান সৃষ্টি করেছে প্রতিষ্ঠানটি। এখন নতুন আয়ের পথ তৈরিতে এআই প্রযুক্তির দিকে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। স্যামসাং এআই নিয়ে কার্যক্রম জোরদারে এরই মধ্যে বিভিন্ন দেশে নিজস্ব গবেষণাগার চালু করেছে।