হুয়াওয়ে নতুন ফোনে থাকবেনা প্লে স্টোরে ঢোকার সুযোগ। প্লে স্টোরের বিকল্প হিসেবে অ্যাপ গ্যালারিকে সমৃদ্ধ করতে কাজ হুয়াওয়ে। গত দুই বছর ধরে তারা বেশ কিছু ফোনে অ্যাপ গ্যালারি প্রি-ইন্সটলড করে বাজারে ছেড়েছে।
হুয়াওয়ে তাদের বিশ্বস্ত ডেভেলপারদের কাছে ইমেইল পাঠিয়ে নিজেদের অ্যাপ গ্যালারিতে অ্যাপ পাবলিশের অনুরোধ জানিয়েছে তারা। অ্যাপ গ্যালারিতে অ্যাপ পাবলিশ কারি সকল ডেভেলপারদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে ।
গত ২০১৭-১৮ সালে বিশ্ববাজারে ৩৫ কোটি মোবাইল সরবরাহ করেছে হুয়াওয়ে। এর মধ্যে অর্ধেকই সরবরাহ করা হয়েছে ইউরোপে। সবগুলো ডিভাইসেই অ্যাপ গ্যালারি প্রি-ইন্সটলড রয়েছে।
বর্তমানে অ্যাপ গ্যালারির সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ২৭ কোটি।
হুয়াওয়ের ডেভেলপার কমিউনিটির সদস্য সংখ্যা ৫ লাখ ৬০ হাজার বলে জানিয়েছে হুয়াওয়ে।
মুলত যাদের কাছে হুয়াওয়ে ইমেইল পাঠিয়েছে তাদের সবারই গুগল প্লে স্টোরে অ্যাপ রয়েছে।