চীনের স্মার্টফোন নির্মাতা কোম্পানি শাওমি, অপাে ও ভিভো নতুন অপারেটিং হারমনি সিস্টেমটি পরীক্ষা করে দেখার জন্য নিজস্ব দল পাঠিয়েছে হুয়াওয়ের কাছে। যত দ্রুত সম্ভব হারমনি অপারেটিং সিস্টেম আনতে হুয়াওয়ের সঙ্গে এক যোগে কাজ করে যাচ্ছে চীনের প্রযুক্তি কোম্পানিগুলো।
২০১৮ সালের বৈশ্বিক বাজারে, শীর্ষ ছয়টি মোবাইল ফোন ব্র্যান্ডের মধ্যে তিনটি মোবাইল ফোন কোম্পানি চীনা ।
নিজস্ব অপারেটিং সিস্টেম হারমনি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো শুরু করেছে হুয়াওয়ে। হুয়াওয়ে ফোন ব্যবহৃত অ্যান্ড্রয়েডের কাস্টমাইজড অপারেটিং সিস্টেম ইএমইউআই নির্মাণকারী দলের সঙ্গে হংমেং ওএস তৈরির কাজ করছে প্রতিষ্ঠানটি।
হুয়াওয়ের ওএস অ্যান্ড্রয়েডের থেকে ৬০ শতাংশ দ্রুতগতিতে কাজ করবে এবং নতুন অপারেটিং সিস্টেম বা ওএস স্মার্টফোন, ট্যাব, পিসি, টিভি, অটোমোবাইল, পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যসহ সব ধরনের ডিভাইসে চলবে।
তবে কবে নাগাদ নতুন ওএসটি সবার জন্য উন্মুক্ত করা হবে তা এখনো জানা যায়নি। হুয়াওয়ে ব্যাপারটি গোপন রেখেছে। তবে বাজার বিশ্লেষকদের ধারণা, বছরের শেষে বা সামনের বছরের শুরুতে আসবে হংমেং ওএস।
অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির ব্যাপারে হুয়াওয়ে সর্বপ্রথম আলোচনা শুরু করে ২০১২ সালে। ট্রাম্পের এই নিষেধাজ্ঞায় নতুন করে গতি পায় নিজস্ব ওএস নির্মাণের প্রকল্পটি।