২০১৯-২০ অর্থ বছরে মোবাইল চার্জার পিন এবং সিমের স্লট বের করার পিনের দাম কমতে পারে। এবারের বাজেটে উভয় পণ্যে শুল্ক কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
১৩ জুন, বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রস্তাব দেন।
এর আগে মোবাইল চার্জার পিনে ২৫ শতাংশ এবং সিমের স্লট বের করার পিনে ২৫ শতাংশ শুল্ক ছিল।
এদিকে ২০১৯-২০ অর্থ বছরে স্মার্টফোন আমদানিতে শুল্ক বৃদ্ধি করে ২৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে দাম বাড়তে পারে স্মার্টফোনের।
তবে ফিচার ফোন আমদানিতে শুল্ক আগের মতো ১০ শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯-২০ অর্থ বছরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিখাতে মোট ৫ হাজার ৩৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে তথ্য ও প্রযুক্তিখাতে খাতে এক হাজার ৯৩০ কোটি টাকা এবং ডাক ও টেলিযোগাযোগ খাতে ৩ হাজার ৪৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়।