হংমেং অপারেটিং সিস্টেমের জন্য ট্রেডমার্ক পেতে ইউরোপসহ ৯টি দেশে আবেদন করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। কম্বোডিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডে ট্রেডমার্কের জন্য আবেদন করে বিশ্বের বৃহত্তম টেলিকম যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠানটি। গত ২৭ মে পেরুতে এ নামের জন্য ট্রেডমার্ক আবেদন করে হুয়াওয়ে।
জাতিসংঘের ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন বা ওয়াইপো নামের একটি সংস্থা এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়ায় বিকল্প পরিকল্পনা হিসেবে নিজস্ব অপারেটিং সিস্টেম বাজারে ছাড়ার পরিকল্পনা করছে হুয়াওয়ে। হংমেং ওএস অ্যান্ড্রয়েড ও উইন্ডোজের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। এর বিকল্প নাম হতে পারে আর্ক ওএস।
হুয়াওয়ের কনজুমার বিভাগের প্রধান রিচার্ড ইয়ু বলেন, মার্কিন সফটওয়্যার নির্মাতাদের সঙ্গে সম্পর্ক না থাকলে তার বিকল্প আগে থেকেই তৈরি করে রেখেছে হুয়াওয়ে।
গত ১৪ মে ইউরোপিয়ান ইউনিয়ন ইনটেলেকচুয়াল প্রপার্টি অফিস ও দক্ষিণ কোরিয়ার হুয়াওয়ে ট্রেডমার্ক আবেদন করে। চীনের বাইরে এটাই ছিল তাদের প্রথম আবেদন।