ফেসবুকে আপত্তিকর কন্টেন্ট প্রতিরোধে প্রতি প্রান্তিকে স্বচ্ছতা প্রতিবেদন ও কন্টেন্ট নীতিমালাসহ বেশকিছু পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন সোস্যাল মিডিয়া কোম্পানিটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ। মেনলো পার্কে ফেসবুকের সদর দপ্তরে প্রথমবারের মতো অনুষ্ঠিত আন্তর্জাতিক গণমাধ্যম দিবসের আয়োজনে এমন কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শেরিল বলেন, আমরা আমাদের সেরাটা দিয়ে কাজ করছি। এ মুহূর্তে আসলে আমরা মানবতার জন্য সবচেয়ে বাজে সময় পার করছি। এ পরিস্থিতিতে আমাদের নজর মূলত কোম্পানিকে একটু আলাদাভাবে পরিচালনা করা। যাতে বাজে কোনো পরিস্থিতি তৈরি না হয়।
বিভিন্ন দেশের জাতীয় নির্বাচনে ভুল তথ্য দিয়ে ভোটারদের প্রভাবিত করা, ব্যক্তিগত নিরাপত্তার ক্ষতি এবং ভুয়া খবরের মতো বিষয় রোধ করতে কোম্পানির পকিল্পনার একটি রূপরেখা তুলে ধরেন শেরিল স্যান্ডবার্গ।
তিনি বলেন, কোম্পানি পরিচালনার পদ্ধতিই আমরা বদলে দিয়েছি। মানুষের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় আমরা প্রচুর বিনিয়োগ করছি। জাতীয় নির্বাচনে অনাকাঙ্ক্ষিত প্রভাব নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের সরকারের সঙ্গে কাজ করছি।
শেরিল আরো বলেন, আপনারা যদি আমাদের ট্রান্সপারেন্সি রিপোর্টটা (স্বচ্ছতা প্রতিবেদন) দেখেন, তাহলে বুঝবেন প্রতি ছয় মাস পর আমরা বিভিন্ন বিষয় নিয়ে প্রচুর ঘষামাজা করছি।