প্রযুক্তিতে পিছিয়ে থাকা রেল মন্ত্রনালয়কে এগিয়ে নিতে সেখানে একটি আইসিটি বিভাগ খোলার পরিকল্পনার কথা জানিয়েছেন রেল মন্ত্রী।
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এর উদ্যোগে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হলাে ‘প্রযুক্তিতে দক্ষ কারিগর সম্মাননা ২০১৯’। আজ (১৫জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেল মন্ত্রনালয়ের মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস করির। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মনির হোসেন।
অনুষ্ঠানে নুরুল ইসলাম সুজন বলেন, আগামী দিনের তরুণ প্রজম্মকে চাকরি নির্ভর হলে হবে না, তাদের কর্মসংস্থান তৈরি করতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিশাল পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের সাথে আমাদেরও এগিয়ে যেতে হবে। আগামী দিনে আপনে কি জানেন তার উপরে চাকরি হবে। সাটিফিকেট দিয়ে নয়।
মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের পর আমরা ছিলাম যুদ্ধবিধ্বংস দেশ। এই দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।’
তিনি আরো বলেন, যে দেশ যত উন্নত, সে দেশের রেল যোগাযােগ ব্যবস্থা তত উন্নত। আমার রেল মন্ত্রনালয় প্রযুক্তিতে পিছিয়ে আছে। রেলমন্ত্রনালয়কে প্রযুক্তিতে এগিয়ে নিতে আমরা আইটি সেক্টর খােলা হবে রেল মন্ত্রনালয়ে। সেখানে নিয়োগ করা হবে প্রযুক্তিতে দক্ষ লোকবল।
অনুষ্ঠানে ক্রিয়েটিভ আইটি থেকে যারা প্রশিক্ষণ নিয়ে সফলতা অর্জন করেছেন তাদের সলফতার গল্প শোনা হয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যাচের সেরা ফ্রিল্যান্সারদের পুরষ্কার দিয়ে থাকে।
অনুষ্ঠানে দেশের ১০০ টির বেশি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র- ছাত্রীরা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন। আইটি শিল্পের বিভিন্ন কাজে আবদান রাখায় ৮ টি ক্যাটাগরিতে ৫০ জনকে সম্মাননা দেয়া হয়। ২০০ জন প্রযুক্তি কারিগরকে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিতে যােগদানের পত্র তুলে দেয়া হয়।