যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করায় হুয়াওয়ের ক্ষতির প্রভাব প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেন ঝেংফেই। একই সঙ্গে তিনি জানান, আগামী দুই বছরে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় ১০০ বিলিয়ন ডলার বা ১০ হাজার কোটি ডলারের বেশি কম হবে বলে ধারনা করা হচ্ছে। বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ৮ লাখ কোটি টাকা।
এই প্রথমবারের মতো হুয়াওয়ের সম্ভাব্য আর্থিক ক্ষতি সম্পর্কে ধারনা পাওয়া গেল। একই সঙ্গে প্রযুক্তিবিশ্বের সমস্যার আভাষ সম্পর্কেও একটা ধারনা দিয়েছেন মি. রেন।
আগের বছর ১০ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার আয়ের হিসাব দিয়েছিল প্রতিষ্ঠানটি, যা ছিল ২০১৭ সালের চেয়ে ১৯.৫ শতাংশ বেশি।
আজ (১৭ জুন) হুয়াওয়ে নিয়ে চলমান সংকটের বিষয়ে সরাসরি কথা বলতে ফেসবুক লাইভে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেন ঝেংফেই একথা বলেন। বিশ্বের বিখ্যাত দুই জন বিশেষজ্ঞের সঙ্গে প্রায় পৌনে দুই ঘণ্টা ধরে ওই লাইভ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
https://www.facebook.com/ChinaGlobalTVNetwork/videos/480618515813435/
যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করার পর অনেকেই ধারণা করেছিলেন, প্রতিষ্ঠানটির বিশাল অংকের ক্ষতি হবে। তবে ঠিক কি পরিমাণ আর্থিক ক্ষতি হবে তা এতোদিন অজানাই ছিলো।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ও সিইও রেন ঝেংফেই জানিয়েছেন, আগামী দুই বছরে হুয়াওয়ের আয় কমবে ১০০ বিলিয়ন ডলার (১০ হাজার কোটি ডলার)। উৎপাদন কমানোর ফলে তারা এই বিপুল পরিমাণ আয় থেকে বঞ্চিত হবে। তবে কোন খাতে তাদের আয় সবচেয়ে বেশি কমবে তা জানাননি তিনি।
তিনি আরও বলেন, এই নিষেধাজ্ঞার পর বিশ্বব্যাপী অনেক প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কাজ করতে পারছিনা, অনেক সম্মেলন-মেলায় অংশ নিতে পারছিনা। যা আমাদের ভাবনার মধ্যে ছিলনা।
প্রতিষ্ঠানের আর্থিক খাতে বড় ধাক্কা এলেও গবেষণা এবং উন্নয়নে খরচ কমানো হবে না বলেও জানিয়েছেন রেন। একই সঙ্গে কর্মীর ছাটায়ের সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন।
চীনের শেনজেনে হুয়াওয়ের হেডকোয়ার্টারে ‘কফি উইথ রেন’ শিরোনামে একটি প্যানেল আলোচনার আয়োজন করে হুয়াওয়ে। সেখানেই তিনি এসব তথ্য জানান।
আলোচনার এক পর্যায়ে রেনকে জিজ্ঞেস করা হয় বিদেশে হুয়াওয়ে ফোনের বিক্রি ৪০ শতাংশ পর্যন্ত কমেছে কিনা। এর উত্তরে তিনি বলেন, হ্যাঁ, বিক্রি ৪০ শতাংশ কমে গেছে। জুন ও মে মাসের হিসাব অনুযায়ী এই পরিমাণ বিক্রি কমেছে।
তবে রেন জানান, চীনের বাজারে হুয়াওয়ে ফোনের বিক্রি খুব দ্রুত গতিতে বাড়ছে।
সাময়িক এই ক্ষতিতে হতাশ নন হুয়াওয়ে প্রধান। হুয়াওয়েকে তিনি একটি উড়ে চলা ক্ষতিগ্রস্ত প্লেনের সঙ্গে তুলনা করেছেন। তার মতে, শীঘ্রই আপন গতিতে ফিরে আসবে হুয়াওয়ে। ২০২১ সালের মধ্যে তারা গ্রাহকদেরকে স্বাভাবিক গতিতে সেবা দিতে পারবে।
উল্লেখ্য, আজ সোমবার (১৭ জুন) দুপুর ১২টায় চীনের শেনঝেনে হুয়াওয়ের প্রধান কার্যালয়ে এই ফেসবুক লাইভ অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে রেন ঝেংফেই হুয়াওয়ের বিষয়ে বিভিন্ন ভুল ধারণার বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেন এবং বিশ্ববাসীর কাছে নিজের মতামত তুলে ধরেন। হুয়াওয়ে বাংলাদেশ ফেসবুক পেজ (https://www.facebook.com/HuaweiTechBD/) এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের পেজ থেকে লাইভ অনুষ্ঠানটি দেখা যায়।