চীনা পণ্যের ওপর আরো এক ধাপ শুল্ক বাড়ানোর প্রস্তুতি নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ সিদ্ধান্ত থেকে পিছু হটার আরজি জানিয়েছে একাধিক মার্কিন কোম্পানি।
এবার প্রযুক্তি কোম্পানি অ্যাপলের পক্ষ থেকেও একই ধরনের আরজি জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভাষ্যে, বাণিজ্য বিরোধ নিয়ে চীনের সঙ্গে সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে আরো অন্তত ৩০ হাজার কোটি ডলার মূল্যমানের চীনা পণ্যে আমদানি শুল্ক আরোপ করা হবে। বাস্তবে এমন হলে তা মার্কিন কোম্পানিগুলোর প্রতিদ্বন্দ্বীদের জন্য ব্যবসায় সুযোগ সৃষ্টি করবে। গতকাল বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাপলের পক্ষ থেকে হোয়াইট হাউজে পাঠানো এক চিঠিতে, চীনা পণ্যে নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্ত মার্কিন কোম্পানিগুলোর ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বীদের জন্য লাভজনক হবে।
বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, চীনা পণ্যে নতুন করে শুল্ক আরোপ করা হলে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্র নষ্ট হবে।
ট্রাম্প প্রশাসন যেসব চীনা পণ্যে আবারো শুল্ক আরোপের পরিকল্পনা নিয়েছে, সে তালিকায় অ্যাপলের প্রধান এবং জনপ্রিয় পণ্য আইফোন, আইপ্যাড ও এয়ারপডের মতো পণ্য রয়েছে। পাশাপাশি শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে অ্যাপল ডিভাইস মেরামতের জন্য চীন থেকে সরবরাহকৃত প্রয়োজনীয় যন্ত্রাংশের ওপরও। যে কারণে নতুন করে শুল্ক আরোপ করা হলে আইফোন, আইপ্যাড ও এয়ারপডের মতো পণ্যগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রে অ্যাপল পণ্য মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের ঘাটতি দেখা দেবে। যে কারণে চীন থেকে আমদানিকৃত পণ্যে আরো শুল্ক না বসানোর আহ্বান জানিয়ে ব্যবসায় ক্ষতির বিষয়ে সতর্ক করেছে অ্যাপল।