চলতি বছরের মে মাস পর্যন্ত ১০ কোটি ইউনিট স্মার্টফোন বাজারে এনেছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা হুয়াওয়ে।
গতকাল শুক্রবার হুয়াওয়ের কনজুমার ব্যবসার স্মার্টফোন প্রোডাক্ট লাইন প্রেসিডেন্ট হি গ্যাং চীনের উহানের এক অনুষ্ঠানে এ কথা বলেছেন। অনুষ্ঠানে নোভা ৫ ফোন উন্মুক্ত করেছে হুয়াওয়ে।
হুয়াওয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রেন ঝেংফেই গত সোমবার বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ের এ বছর ৩০ বিলিয়ন মার্কিন ডলার আয় কমবে।
গত মাসে চীনের বাইরে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি ৪০ শতাংশ কমে গেছে।
গতকাল শুক্রবার হুয়াওয়ের বিজনেস গ্রুপ পৃথক এক বিবৃতিতে বলেছে, হুয়াওয়ের ওয়াচ জিটি স্মার্টওয়াচ গত অক্টোবরে বাজারে ছাড়ার পর ২০ লাখ ইউনিট বিক্রি হয়েছে।