স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১০.১ কিনলে ১০ জিবি মোবাইল ডেটা ফ্রি পাবেন রবি ও এয়ারটেল গ্রাহকরা।
১০জিবি ডেটার মধ্যে ৫জিবি দেশের অনলাইন স্কুল রবি-টেন মিনিট স্কুল, ইউটিউব, কিডস স্টেশন ও ফ্রি সাবস্ক্রিপশনসহ ডিজিটাল মিউজিকের লাইব্রেরিতে ব্যবহার করতে হবে গ্রাহকদের।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ ১০.১-এ রয়েছে ১০ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে, ২জিবি র্যাম, ৩২জিবি রম, ৬১৫০ অ্যাম্পিয়ার ব্যাটারি।পেছনে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ট্যাবটির অন্যতম ফিচার হচ্ছে প্রিমিয়াম মেটাল ইউনিবডি ডিজাইন, কিডস হোম এবং ডলবি এনহ্যান্সড ডুয়াল স্পিকারের থ্রিডি সাউন্ড।
১০ জিবি ডেটার মেয়াদ থাকবে ৭ দিন।