গ্রামীণফোন ও রবির কাছে সরকারের পাওয়া টাকা আদায়ে বাংলাদেশ টেলযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি) এনওসি বন্ধের চিঠি দিয়ে আরও চাপ তৈরি করেছে।
দীর্ঘদিনের পাওনা সাড়ে ১৩ হাজার কোটি টাকা আদায়ে টেলিযোগাযোগ খাতের এই প্রতিষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় দু্ই মোবাইল ফোন অপারেটরের যে কোনো ধরনের অনাপত্তিপত্র বা এনওসি দেওয়া বন্ধ দিয়েছে।
দেশের প্রধান দুই অপারেটরকে বিটিআরসি সোমবার (২২ জুলাই) বিকালে এ বিষয়ে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, অপারেটর দুটির সকল প্রকার যন্ত্রপাতি ও সফটওয়ার আমদানিসহ সকল প্রকার এনওসি প্রদান বন্ধ করা হলো। ফলে অপারেটর দুটি অনুমোদন নেওয়া হলেও সেগুলোর বিপরীতে এখন কোনো যন্ত্রপাতি আমদানি করতে পারবে না।
যার প্রভাবে পূর্বে অনুমতি নিয়ে যন্ত্রপাতি আমদানি করা হলেও এখন যদি বন্দর থেকে সেগুলো খালাস করা না হয়ে থাকে, তাহলেও অপারেটরগুলো বেকায়দায় পড়বে। এছাড়া একই চিঠিতে যে কোনো প্রকার ট্যারিফ বা সার্ভিস প্যাকেজের অনুমোদনও বন্ধ করা হয়েছে।