আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও আঙুলের ছাপ ব্যবহার করে অজান্তেই কেউ সিম নিবন্ধন করে নেয়নি তো? এটি খুবই জরুরি। কিন্তু অনেকেই তা আমলে নেন না, পরে বিপদে পড়েন। যদিও বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে মোবাইলফোনের সিম নিবন্ধনের সরকার ঘোষিত নির্দিষ্ট সময় পার হয়েছে। যেসব সিম ওই সময়ের মধ্যে নিবন্ধন হয়নি সেগুলো বন্ধও করে দিয়েছে সরকার। তবে এখনো চলছে সিম নিবন্ধন।
আপনার নিরাপত্তার জন্য এনআইডি দিয়ে এটা জানা খুবই জরুরি যে, আপনার নামে কয়টি মোবাইল কোম্পানির কতটি সিম নিবন্ধিত হয়েছে। এখন হয়তো আপনি ভাবছেন এটা কীভাবে জানবেন? চলুন তাহলে জেনে নেয়া যাক-
একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি মোবাইল কোম্পানির সিম নিবন্ধিত হয়েছে কোনো চার্জ ছাড়াই তা ঘরে বসে সহজেই জানা যায়।
যেভাবে জানবেন আপনার নামে নিবন্ধিত সিমের সংখ্যা:
যেকোনো মোবাইল ফোন থেকে প্রথমে কল অপশনে গিয়ে *16001# লিখে ডায়াল করুন। ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লেখার জন্য অপশন আসবে। তখন আপনার এনআইডির শেষ চারটি সংখ্যা চাপুন। কিছুক্ষণের মধ্যে একটি ফিরতি মেসেজ আসবে। সেখানে আপনার নামে কোন কোম্পানির কয়টি সিম নিবন্ধিত আছে সব চলে আসবে।
আপনার এনআইডিতে নিবন্ধিত কোনো সিম আপনার না হলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন এবং তা বন্ধ করে দিন।