দেশে নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন বা এমএনপি সেবা চালুর এক বছর পূর্ণ হয়েছে গত ১ অক্টোবর। ২০১৮ সালের ১ অক্টোবর এই সেবা চালু করা হয়।
বিআরটিসির এক প্রতিবেদন অনুযায়ী, গত ১ বছরে এমএনপি সেবা নিয়েছেন মোট ৬ লাখ ৯০ হাজার ৫৫০ জন। এরমধ্যে ৪ লাখ ৯৬ হাজার ১৬ জনই অন্য অপারেটর হতে রবিতে এসেছেন। র্অথাৎ মোট সেবাগ্রহণকারীর ৮০ শতাংশই এসেছে এই অপারেটরে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সময়ে এনএনপি সেবার নেয়ার চেষ্টা করেও সফল হননি ২ লাখ ৫৬ হাজার ৬৩৩ জন গ্রাহক। সেখানেও ১ লাখ ৬৮ হাজার ৬৬৫ জন্য গ্রাহক ছিলেন যারা রবিতে আসতে চেয়েছিলেন।
একই সময়ে গ্রামীণফোনে এমএনপিতে এসেছে ১ লাখ ২১ হাজার ৫৭৯ জন গ্রাহক। তাদের এখানে আসতে চেয়েও পারেনি ৫৮ হাজার ৭৩৯ জন। বাংলালিংক পেয়েছে ৬৮ হাজার ৫২৮ জন, এই অপারেটরে আসতে চেয়ে পারেননি ২৮ হাজার ১৯০ জন। আর সরকারি অপারেটর টেলিটকে এসেছেন মাত্র ৪ হাজার ৪২৭ জন। তাদের কাছে আসতে চেয়েও পারেননি ১ হাজার ১৩৯ জন গ্রাহক।