মেবাইল ফোন সেবার সম্পূরক শুল্ক বাড়ছে আরো ৫ শতাংশ। সবমিলিয়ে এখন ১৫ শতাংশ শুল্ক দিতে হবে।
বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে অর্থবিল-২০২০ পাস করা হয়েছে। ফলে মোবাইল ফোন ব্যবহারে সম্পূরক কর প্রস্তাবনা অনুযায়ী ১৫ শতাংশ করা হয়।
এর আগে ১১ জুন মোবাইল সেবায় সম্পূরক শুল্ক ১০ শতাংশের সঙ্গে আরো ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ অর্থবিল পাসের সময় এক্ষেত্রে কোনো সংশোধনী আনা হয়নি।
সোমবার দুপুরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অর্থমন্ত্রী অর্থবিল পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
ফলে সব মিলিয়ে এখন প্রতি ১০০ টাকা রিচার্জ করে ভয়েস কল ও মেসেজে ২৫ টাকার মতো কর পাবে সরকার। আর ইন্টারনেট ব্যবহারে ১০০ টাকায় পাবে ১৮ টাকার মতো।