ফাইভজি টেস্টিং-এ চলতি মাসেই ৬০ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ পেতে পারে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। টেলিটক সূত্র বলছে, যদিও পরীক্ষাকালীন ১০০ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ চেয়েছে প্রতিষ্ঠানটি। চারটি বিটিএস সাইটের মাধ্যমে ফাইভজি ট্রায়াল শুরু হতে পারে বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) ফাইভজি সেবার প্রস্তুতি এবং নেটওয়ার্ক সম্প্রসারণে দুই হাজার ২০৪ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ পেয়েছে টেলিটক। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও ৫জি সেবা প্রদানে নেটওয়ার্কের আধুনিকায়ন’ প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। বরাদ্দকৃত মোট অর্থের সরকার দেবে দুই হাজার ১৪৪ কোটি টাকা। বাকি ৬০ কোটি ৩৯ লাখ টাকা টেলিটকের নিজের। প্রকল্পটির বাস্তবায়ন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০২৩-এর নভেম্বর।
প্রকল্পের আওতায় নতুন তিন হাজার বিটিএস সাইট তৈরি, গ্রাহক সেবার সক্ষমতা বৃদ্ধিতে বিদ্যমান দুই হাজার থ্রিজি বা ফোরজি মোবাইল বিটিএস সাইটের যন্ত্রপাতিসমূহের ধারণক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান ২০০ মোবাইল বিটিএস প্রতিস্থাপনের মাধ্যমে সাইটসমূহের আধুনিকায়ন, বিদ্যমান ১০০০ টুজি বা ৩জি মোবাইল বিটিএস সাইটে ফোরজি বিটিএস সংযোজন করা হবে।
কোর আইপি ব্যাকবোন নেটওয়ার্ক সম্প্রসারণ, কোর নেটওয়ার্ক সম্প্রসারণ, পাঁচ হাজার এফডব্লিউএ ডিভাইস স্থাপন, ভ্যালু এডেড সার্ভিস ও অন্যান্য সাবসিস্টেম সম্প্রসারণ রয়েছে প্রকল্পের আওতায়।