আগামী বছরের মধ্যে ফাইভজি পরিষেবা শুরু করতে ট্রায়াল করছে ভারতীয় টেলিকম কোম্পানিগুলো। পরিষেবাটি বাণিজ্যিকভাবে শুরুর আগেই দেশটিতে সিক্সজি চালুর খবর বেরিয়েছে। পরিষেবাটি চালুর জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। খবর ডিএনএ ইন্ডিয়া।
সিক্সজি পরিষেবা চালু করতে টেলিকম ডিপার্টমেন্ট (ডিওটি) রাষ্ট্র পরিচালিত টেলিকম গবেষণা সংস্থা সিডটটিকে দায়িত্ব দিয়েছে। সংস্থাটিকে এ পরিষেবা সম্পর্কিত সব প্রযুক্তিগত সম্ভাবনার সন্ধান করতে নির্দেশ দিয়েছে সরকার। ভারতের টেলিকম সেক্রেটারি কে রাজারামান বলেছেন, বিশ্ববাজার ও ভারতে সিক্সজি চালু করতে এর প্রযুক্তিগত সম্ভাবনাগুলো বিবেচনা করা উচিত।
২০১৯ সালে বাণিজ্যিকভাবে দক্ষিণ কোরিয়া, চীন ও যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ফাইভজি পরিষেবা। ভারতে এ পরিষেবা চালুর অপেক্ষায়। ফাইভজি নেটওয়ার্ক ২০ গিগাবাইট (জিবি) পর্যন্ত ডাটা স্পিড দিতে সক্ষম। তবে ভারতে এ নেটওয়ার্ক পরীক্ষার সময় ডাটা ডাউনলোডের গতি সর্বোচ্চ ৩ দশমিক ৭ জিবিপিএস পর্যন্ত পৌঁছেছে।