দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড’র কর্পোরেট সংযোগ উপভোগ করতে সম্প্রতি একটি কর্পোরেট চুক্তি সই করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) । চুক্তির আওতায় রবি’র বিভিন্ন আইওটি (ইন্টারনেট অব থিঙ্কস), আইসিটি সল্যুশন,ভয়েস, ডাটা, বাল্ক এসএমএস সেবা গ্রহণ করবে বাংলাদেশ কৃষি ব্যাংক। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে বিকেবি ।
রাজধানীতে অবস্থিত বিকেবি’র কর্পোরেট কার্যালয়ে রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার (সিইবিও) আদিল হোসেন নোবেল এবং বিকেবি’র ফরেন রেমিট্যান্স ম্যানেজমেন্ট’র জেনারেল ম্যানেজার গোলাম মুহাম্মদ আরিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন ।
এ সময় বিকেবি’র ম্যানেজিং ডিরেক্টর শিরিন আক্তার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর চানু গোপাল ঘোষ, মীর মোফাজ্জুল হোসেন, সালমা বানু এবং রবি’র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম ও ফয়সাল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।