বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক এর ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়েছে বলে খবর এসেছে।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ব্যবহারকারীরা টেলিটক এর ওয়েবসাইটে গিয়ে হ্যাকারের ঝুলিয়ে দেওয়া নোটিস দেখতে পান। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই স্ক্রিনশট অনেকে শেয়ার করেন। সেখানে লেখা ছিল ‘হ্যাকড বাই রাশিয়ান হ্যাকারস’।
পরে টেলিটক কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে কাজ শুরু করে। সন্ধ্যায় ওয়েবসাইটে নোটিসে লেখা দেখা যায়: ‘উই উইল বি রাইট ব্যাক! উই আর কারেন্টলি ডাউন ফর মেন্টেইনেন্স, চেক ব্যাক সুন!’
এ বিষয়ে জানতে চাইলে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন সে সময় বলেন, তাদের কাজ চলছে, শিগগিরই ওয়েবসাইট আবার স্বাভাবিক হবে তারা আশা করছেন।
সন্ধ্যা ৭ টা ৪২ মিনিটে ওয়েবসাইট আবার সচল হয় বলে জানান টেলিটকের এমডি।
রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক ২০০৪ সালে কাজ শুরু করে।বর্তমানে এর গ্রাহক সংখ্যা ৬৩ লাখের মত, যা মোট মোবাইল গ্রাহকের সাড়ে ৩ শতাংশের মত।