স্পেসএক্সের অঙ্গপ্রতিষ্ঠান স্টারলিংক তাদের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম বাড়িয়েছে। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের এ প্রতিষ্ঠান কী কারণে হঠাৎ ইন্টারনেটের দাম বাড়াল তাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তার গ্রাকদের। প্রতিষ্ঠানটি বলছে, মুদ্রাস্ফীতির ধাক্কা সামলাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এক বিবৃতিতে স্টারলিংক সাফ জানিয়ে দিয়েছে, মুদ্রাস্ফীতির কারণে অর্থনৈতিক বিপর্যয় রুখতে বাধ্য হয়ে স্টারলিংক ইন্টারনেট পরিষেবার মাসিক ও ত্রৈমাসিক দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে এই মূল্যবৃদ্ধি মার্কিন যুক্তরাষ্ট্রে কার্যকর হলেও বিশ্বের অন্যান্য দেশ দ্রুতই এ বার্তা পাবে।
এতদিন স্টারলিংক পরিষেবা ব্যবহারের জন্য প্রতি মাসে ৯৯ মার্কিন ডলার (প্রায় ৮,৫৬০ টাকা) খরচ করতে হতো গ্রাহকের। কিন্তু এবার ১১ শতাংশ মূল্যবৃদ্ধির ফলে প্রতি মাসে ১১০ মার্কিন ডলার (প্রায় ৯,৫০০ টাকা) পরিশোধ করতে হবে।
অন্যদিকে, ত্রৈমাসিক ভিত্তিতে স্টারলিংক পরিষেবার গ্রাহকেরা এতদিন ৫৪৯ মার্কিন ডলার পরিশোধ করতেন। এখন থেকে খরচ করতে হবে ৫৯৯ মার্কিন ডলার।