ভারত ও সৌদি আরবের পর বাংলাদেশ থেকে এবার ব্যান্ডউইথ কিনলো ভুটান। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি করতে সম্মত হয়েছে ভুটান। ভারত ও সৌদি আরবের পর আমাদের ব্যান্ডউইথ নিল ভুটান। আশা করি, ভারতেও রপ্তানি দ্বিগুণ হবে। আমরা খুব দ্রুত মালয়েশিয়াতেও ব্যান্ডউইথ রপ্তানি করতে পারব। সৌদি আরব বর্তমানে ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে। এসবই শেখ হাসিনা সরকারের অনেক বড় অর্জন। জয় বাংলা।
এদিকে, দেশের ইন্টারনেট ব্যবস্থা নিরবচ্ছিন্ন করতে তৃতীয় সাবমেরিন ক্যাবলের বাস্তবায়ন কার্যক্রম হাতে নিয়েছে সরকার।আগামী ২০২৪ সালের মধ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবলটি চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তৃতীয় সাবমেরিন ক্যাবল সম্প্রসারণ করা হলে ব্যান্ডউইথের সক্ষমতা বেড়ে ১৩ হাজার ২০০ জিবিপিএস হবে।
জানা যায়, প্রথমে এই সক্ষমতা নির্ধারণ করা হয় ৬ হাজার ৬০০ জিবিপিএস। অর্থাৎ সম্প্রসারণের ফলে তৃতীয় সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ সক্ষমতা বেড়ে দ্বিগুণ হবে।