বাংলাদেশের টেলিকমিউনিকেশনের জগতে একটি নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। আগামিকাল থেকে দেশের সকল মোবাইল অপারেটর মেয়াদহীন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট প্যাকেজ চালু করতে চলেছে ।
অধিক প্যাকেজ এবং জটিল শর্তের জাল থেকে গ্রাহকদের স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। কারণ এসব প্যাকেজ থেকে নিজের সুবিধাজনক প্যাকেজটি খুঁজে নেওয়া বেশিরভাগ ক্ষেত্রেই বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়।
টেলিটক সম্প্রতি মেয়াদহীন ইন্টারনেট ডাটা প্ল্যান চালু করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন উপলক্ষ্যে টেলিটক নিয়ে এসেছে আনলিমিটেড মেয়াদে ডাটা অফার! অর্থাৎ আপনার টেলিটক সিম যতদিন চালাবেন ততদিন আপনার এই প্যাকেজের ডাটার মেয়াদ ফুরাবেনা। বলতে পারেন, আজীবন মেয়াদ!
টেলিটকের মেয়াদহীন ইন্টারনেট কেনার নিয়ম
আপনি যদি দ্রুত এবং সহজে টেলিটকের নতুন এই আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাক কিনতে চান তাহলে ব্যালেন্স রিচার্জ করেই তা কিনতে পারেন। এজন্য আপনাকে প্যাকেজের মূল্যের ঠিক সমপরিমাণ টাকা রিচার্জ করতে হবে।যদি আপনি ৬জিবি ডাটা প্যাকটি কিনতে চান, তাহলে আপনার টেলিটক নাম্বারে ঠিক ১২৭ টাকা একবারে রিচার্জ করুন। বিকাশ একাউন্ট থেকে, নগদ একাউন্ট থেকে, রকেট একাউন্ট থেকে, ব্যাংক একাউন্ট থেকে অথবা অন্য যেকোনো মাধ্যমে ঠিক ১২৭ টাকা রিচার্জ করুন আপনার টেলিটক নম্বরে। তাহলেই পেয়ে যাবেন ৬জিবি মেয়াদহীন ইন্টারনেট ডাটা!
আর আপনি যদি ২৬জিবি প্যাকটি কিনতে চান, তাহলে ঠিক ৩০৯ টাকা রিচার্জ করুন! খুব সহজ! ব্যালেন্স রিচার্জের পর আপনি মোবাইলে মেসেজ পাবেন যে আপনার ডাটা প্যাক চালু হয়েছে।
টেলিটকের নতুন এই অফারের ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন। অথবা, টেলিটক ফোন থেকে ১২১ এ কল করে তাদের কাস্টমার কেয়ারে কথা বলতে পারেন। এই অফারটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান!