২০৩০ সালে পুরো ভারতজুড়ে চালু হতে যাচ্ছে পরবর্তী প্রজন্মের ৬জি পরিষেবা। মঙ্গলবার ১৭ মে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই-এর রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই ঘোষণা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি বলেন, একবিংশ শতাব্দীতে দেশের মানুষ অনেকাংশে কানেক্টিভিটির উপরে নির্ভর করবে। সেক্ষেত্রে আধুনিক জীবনের উপযোগী পরিকাঠামো নির্মাণের প্রয়োজন পড়বে, যে কাজে তার সরকার সর্বদাই ব্যস্ত রয়েছে। উচ্চতর কানেক্টিভিটির জন্য ইতোমধ্যেই সরকার একটি টাস্কফোর্স গঠন করেছে, যার মাধ্যমে ৬জি’র রূপরেখা তৈরি হবে। ২০৩০ সালের মধ্যেই চালু হবে ৬জি নেটওয়ার্ক।
ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে দেশের পূর্ববর্তী সরকার ব্যাপক দুর্নীতির নজির রেখেছে। বর্তমান সরকার সফলভাবে ৪জি চালুর পাশাপাশি আগামী প্রজন্মের ফাইভজি প্রযুক্তি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। যা ভবিষ্যতে সাধারণ মানুষের জীবনে আমূল পরিবর্তন আনবে।
বর্তমানে ভারতে ৩জি এবং ৪জি পরিষেবা চালু রয়েছে। ফাইভজি পরিষেবা চালু হতে এখনও কিছুটা সময় প্রয়োজন। এমতাবস্থায় ৬জি নেটওয়ার্ক চালুর ঘোষণা কতটা বাস্তবসম্মত, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।