পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। গত মঙ্গলবার কাগজে-কলমে অফিস খুললেও এখনও চেনা রূপে ফেরেনি রাজধানী। ধারণা করা হচ্ছে, আজ রোববার থেকে রাজধানীর সড়কগুলো ফিরতে পারে পুরোনো ব্যস্ততায়।
ঈদে ঠিক কী পরিমাণ মানুষ ঢাকা ছাড়েন এবং ছুটি শেষে কী পরিমাণ মানুষ ফিরে আসেন তার সঠিক সংখ্যা কোথাও পাওয়া যায় না। তবে সক্রিয় মোবাইল ব্যবহারকারীর সংখ্যা অর্থাৎ কতগুলো সক্রিয় সিম ঈদের আগে ঢাকার বাইরে যাচ্ছে ও ঈদের পর ঢাকায় ফিরছে, তা থেকে একটা ধারণা পাওয়া যায়।
এবার ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়ে গেছেন ৯০ লাখ ৩৮ হাজার ৭৭৮টি সিম কার্ড ব্যবহারকারী। ঈদের আগের দুই দিন অর্থাৎ শুক্রবার (৮ জুলাই) ও শনিবার (৯ জুলাই) ঢাকা ছেড়েছিলেন ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ সিম কার্ড ব্যবহারকারী। মোবাইল অপারেটরগুলোর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এ তথ্য জানিয়েছিলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
এদিকে, শনিবার মন্ত্রী ঢাকায় ঈদ পরবর্তী কি পরিমাণ সিম কার্ড ফিরেছে সে তথ্য তুলে ধরেছেন। তাতে দেখা যায়, ঈদের পরের চারদিন অর্থাৎ ১১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত মোট ৩৩ লাখ ৪৪ হাজার ৯০৭টি সিম কার্ড ঢাকায় ফিরে এসেছে। এ থেকে ধারণা পাওয়া যায়, ঈদের পরের চারদিনে ঢাকায় সিমের কাছাকাছি সংখ্যক মানুষ ঢাকায় ফিরেছেন।
তবে সিমের এ সংখ্যা দিয়ে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা নির্ধারণ করার সুযোগ নেই বলেও জানান মন্ত্রী। কারণ হিসেবে বলেন, একজনের কাছে একাধিক বা তারও বেশি সিম সক্রিয় থাকতে পারে। এ জন্যই আমরা সিমের হিসেব করছি, মানুষের না। তবে সিম ছাড়াও অনেক লোক ঢাকায় ফিরেছে।