সুন্দরবন থেকে বান্দরবান দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির নেটওয়ার্ক পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের কাছে এমনটাই জানিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি।
আজ বুধবার (১৯ অক্টোবর) আজিয়াটা লিমিটেডের যুগ্ম ভারপ্রাপ্ত গ্রুপ সিইও ড. হান্স বিজয়াসুরিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে সচিবালয়ে সাক্ষাতকালে এমনটা জানান।
দেশে শতকরা ৯৮ ভাগ এলাকা ফোরজি নেটওয়ার্কের আওতায় চলে এসেছে জানিয়েছে মোস্তাফা জব্বার বলেন, মোবাইল নেটওয়ার্কের মান নিশ্চিত করতে অবকাঠামো ও ডিজিটাল প্রযুক্তির উন্নয়নে সম্ভাব্য সব কিছু করতে সরকার বদ্ধ পরিকর। ইতোমধ্যে আমরা চাহিদার মানদণ্ড বিবেচনায় রেখে মোবাইল অপারেটরগুলোকে প্রয়োজন মতো স্পেকট্রাম বরাদ্দ দিয়েছি। এই সুযোগ কাজে লাগিয়ে মোবাইল অপারেটররা সহসাই গ্রাহকদের প্রত্যাশিত মোবাইল সেবা প্রদানে সক্ষম হবে বলে আশা করছি।
এ সময় মন্ত্রী রবির প্রশংসা করে বলেন, করোনোকালে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর মাঝে ফোরজি নেটওয়ার্ক পৌঁছে দিতে রবি দারুণ কাজ করেছে।
সারাদেশে ফাইভজি চালুসহ সুন্দরবন থেকে বান্দরবান দেশের প্রত্যন্ত এলাকায় উচ্চগতির রবির নেটওয়ার্ক সম্প্রসারণ এবং স্পেকট্রাম গুণগত মানের মোবাইল সেবা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে রবি, সাক্ষাতকালে মন্ত্রীকে বলেন ড. হান্স বিজয়াসুরিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, রবি আজিয়াটা লিমিটেডের ভারপ্রাপ্ত সিইও এম রিয়াজ রশিদ ও চীফ কর্পোরেট ও রেগুলেটরি অফিসার সাহেদ আলম।