সিম বিক্রির ওপর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিষেধাজ্ঞার কারণে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ২৯ লাখ গ্রাহক হারিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গ্রামীণফোনের বর্তমান গ্রাহক সংখ্যা ৮ কোটি ১৮ লাখ। যার মধ্যে ৪ কোটি ৫৫ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। বছরের প্রথম নয় মাসে প্রতিষ্ঠানটি ১১,২৮৬.৭৫ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫.৭ শতাংশ বেশি।
সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, তৃতীয় প্রান্তিকে এর নেতিবাচক প্রভাব পড়েছে। গ্রাহক সংখ্যা হ্রাস পেয়েছে ৩.৪ শতাংশ। নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে আমরা বিটিআরসির সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখছি। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে এ নিষেধাজ্ঞার আংশিক প্রত্যাহার করা হয়।
বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সেবার মান ঠিক রেখে রাজস্ব আয় সম্ভব হয়েছে উল্লেখ করে ইয়াসির আজমান বলেন, গত বছরের থেকে এবার গ্রামীণফোনের ডেটা ব্যবহার বৃদ্ধি পেয়েছে ৫২.১ শতাংশ এবং ফোরজি গ্রাহক প্রবৃদ্ধি হয়েছে ১৫.৯ শতাংশ। বর্তমানে আমাদের ফোরজি গ্রাহক সংখ্যা ৩ কোটি ২ লাখ।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোন ২৭৮.১৫ কোটি টাকা নেটওয়ার্ক আধুনিকায়নে ও সম্প্রসারনে বিনিয়োগ করেছে। এ প্রান্তিক শেষে গ্রামীফোনের মোট নেটওয়ার্ক সাইটের সংখ্যা দাড়িয়েছে ১৯ হাজার ৭১৯টিতে।
প্রতিষ্ঠানটি প্রথম নয় মাসে কর, ভ্যাট, শুল্ক, ফি, ফোরজি লাইসেন্স এবং তরঙ্গ বরাদ্দ বাবদ ৭,৮৫০ কোটি টাকা সরকারি কোষগারে জমা দিয়েছে, যা মোট রাজস্বের ৬৯.৫ শতাংশ।