গ্রাহক কমছে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের। জুন মাস থেকে ধারাবাহিকভাবে গ্রাহক হারাচ্ছে তারা। জুনে তাদের গ্রাহক ছিল ৮ কোটি ৪৮ লাখ। গত সেপ্টেম্বরে এ সংখ্যা এসে দাঁড়িয়েছে ৮ কোটি ১৯ লাখ ৫০ হাজারে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশে মোবাইল গ্রাহক কমেছে ২১ লাখ ৫০ হাজার। সবচেয়ে বেশি কমেছে গ্রামীণফোনের।
পরিসংখ্যান অনুযায়ী, গত আগস্টে দেশে মোবাইল গ্রাহক ছিল ১৮ কোটি ৩৫ লাখ ৮০ হাজার। সেপ্টেম্বরে তা কমে হয়েছে ১৮ কোটি ১৪ লাখ ৩০ হাজার।
আগস্টে গ্রামীণফোনের গ্রাহক ছিল আট কোটি ৩১ লাখ পাঁচ হাজার। সেপ্টেম্বরে তা থেকে কমে হয়েছে আট কোটি ১৯ লাখ ৫০ হাজার।
এ সময়ে রবির গ্রাহক ৫ কোটি ৪৯ লাখ ৫০ হাজার থেকে কমে হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ৬০ হাজার। অপরদিকে বাংলালিংকের গ্রাহক ৩ কোটি ৮৭ লাখ ৬০ হাজার থেকে কমে হয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৪০ হাজার।
শুধু টেলিটকের গ্রাহক কিছুটা বেড়ে ৬৭ লাখ ২০ হাজার থেকে হয়েছে ৬৭ লাখ ৮০ হাজার।
উল্লেখ্য, সেবার মান নিয়ে গত ২৯ জুন গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয় বিটিআরসি। এরপর গত সেপ্টেম্বরে এই অপারেটরকে পুরোনো সিম বিক্রির অনুমতি দেয় নিয়ন্ত্রক সংস্থা। পরে ৬ নভেম্বর সে অনুমতিও প্রত্যাহার করে নেওয়া হয়।