চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ভারতের বাজারে ফিনল্যান্ডের টেলিকম পণ্য নির্মাতা নকিয়ার গড় বিক্রি ৩৩৩ শতাংশ বেড়েছে। এর মোট মূল্যমান ১০৪ কোটি ৩০ লাখ ইউরো। যেখানে ২০২২ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ২৪ কোটি ১০ লাখ ইউরো।
পঞ্চম প্রজন্মের ফাইভজি নেটওয়ার্ক গ্রহণ ও ব্যবহারকারীদের মাঝে ছড়িয়ে দেয়ার মাধ্যমে টেলিকম অপারেটর রিলায়েন্স জিও ও ভারতী এয়ারটেল এ প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করেছে।
বিশ্লেষকদের সঙ্গে আয়সংক্রান্ত প্রতিবেদন নিয়ে আলোচনার সময় নকিয়ার প্রেসিডেন্ট ও সিইও পেক্কা লুন্ডমার্ক বলেন, ‘কনস্ট্যান্ট কারেন্সিতে ৩৫৫ শতাংশ প্রবৃদ্ধি এমন কোনো বিষয় নয়, যা সবসময় চলমান থাকবে। তবে ভারতে দ্বিতীয় প্রান্তিক কোম্পানির জন্য খুবই ইতিবাচক ছিল।’
তিনি বলেন, ‘হ্যাঁ বিনিয়োগ এখনো চলমান। তবে আমাদের আশা বছরের দ্বিতীয়ার্ধে এতে বেশ পরিবর্তন আসবে এবং আমার ধারণা, ভারতে ২০২৩ সাল কোম্পানিটির জন্য বেশ আশানুরূপ হবে। ২০২৪ সাল নাগাদ পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’
আয় প্রতিবেদনের তথ্যানুযায়ী, কনস্ট্যান্ট কারেন্সির ভিত্তিতে নকিয়ার অপটিক্যাল নেটওয়ার্ক ব্যবসাও ১৬ শতাংশ বেড়েছে। মূলত ভারত এতে মুখ্য ভূমিকা পালন করেছে।