টেলিটক সিমের নতুন সব অফার খুঁজতেছেন? তাহলে এই লেখাটি আপনার জনই। ২০২৫ সালের শুরুতে টেলিটক তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো ১৬ টাকায় ১ জিবি । চলুন এবার অফারগুলো সম্পর্কে এবং এদের মেয়াদ সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
টেলিটক ১৬ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার : আপনি যদি সবচেয়ে কম দামে টেলিটক ইন্টারনেট অফার খুঁজেন তাহলে এর চেয়ে ভালো অফার আর পাবেন না। টেলিটক তাদের গ্রাহকদের দিচ্ছে ১৬ টাকা ১ জিবি যার মেয়াদ থাকবে ১ দিন। অফারটি নিতে ডায়াল করুন *১১১*৮০০#। তার জন্য অবশ্যই আপনাকে আপনার অফার চেক করে অফারটি দেখতে হবে।