নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের অধিকারকে বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৯ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক দীর্ঘ বৈঠকে এ প্রস্তাব তুলে ধরা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা চাই সংবিধানে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের অধিকার মৌলিক অধিকার হিসেবে যুক্ত হোক এবং আদালত দ্বারা তা বলবৎযোগ্য হোক।”
এছাড়া সংবিধানের অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার নিয়েও প্রস্তাব দেয় এনসিপি।
বৈঠকে আলোচিত কিছু মূল বিষয়:
সাংবিধানিক কাঠামো সংস্কার:
দলটির মতে, গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য বজায় রাখা আবশ্যক। তারা প্রস্তাব দিয়েছে —
-
কেউ দুবারের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবেন না।
-
প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হওয়া যাবে না।
-
প্রধানমন্ত্রী শাসিত নয়, বরং মন্ত্রিপরিষদ শাসিত সরকার গঠনের প্রস্তাব।
জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি):
সাংবিধানিক পদে নিয়োগে এই কাউন্সিলের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
আইনসভায় দ্বিকক্ষ প্রস্তাব:
উচ্চকক্ষ হবে ভোটের অনুপাতে, আসনের অনুপাতে নয়। উচ্চ কক্ষে মনোনয়ন আগে থেকে প্রকাশ করতে হবে।
নারীর ক্ষমতায়ন:
১০০টি আসনে নারী প্রার্থীদের সরাসরি ভোটে নির্বাচন করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে নীতিগত সমর্থন পেয়েছে।
বিচার বিভাগের স্বাধীনতা:
আলোচনায় উঠে আসে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন, বিভাগীয় বেঞ্চ, পৃথক সচিবালয় ও আর্থিক স্বাধীনতার কথা।
নির্বাচন ও বয়সসীমা:
-
ভোটার হতে ১৬ বছর বয়স প্রস্তাব
-
সংসদ সদস্য হতে ২৩ বছর
সংসদীয় আসন ও আইন সংস্কার:
৭০ ধারা সংস্কার, স্বতন্ত্র নির্বাচন কমিশনের মাধ্যমে আসন সীমানা পুনঃনির্ধারণ ও বিরোধী দলের একজন ডেপুটি স্পিকারের প্রস্তাব।
নাহিদ ইসলাম বলেন, “বৈঠক চলমান, সব আলোচনা আজ শেষ হয়নি। আমরা চাই জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে উঠুক।”